আজ বাংলাদেশর জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। বিশ্বসেরা আসরে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প ছিলনা। গ্রুপ পর্বে তয় ম্যাচে বাংলাদেশ পাপুয়ানিউগিনির মুখোমুখি হওয়ার পর সুপার টুয়েলভে এ যেতে হলে বাংলাদেশকে এ ম্যাচে ডু অর ডাই জয় দরকার ছিল। অবশেষে বিশাল ব্যাবধানে জয় পেলেন লাল সবুজের দেশ বাংলাদেশে। বাংলাদেশ ১৮১ রান করে ১৮২ রান ছুড়ে দেয় পাপুয়ানিউগিনিকে। সর্বোচ্চ করে মাহমুদউল্লাহ ২৮ বলে ৩টি ছয় ও ৩টি চার মেরে ৫০ রান। সেকেন্ড হাইস্ট সাকিব ৩৭ বলে ৪৬ রান।
জবাবে পাপুয়ানিউগিনি সব উইকেট হারিয়ে ৯৭ রান করে। ৮৪ রানে জয় লাভ হয় লাল সবুজের। এর ফলে বাংলাদেশ সুপার টুয়েলভে জায়গা করে নিল। আল আমারাত ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের টাইগাররা আর একটি ইতিহাস গড়লেন। বাকী খেলায় এই ধারাবাহিকতা বজায় রাখবে এটাই দেশবাসীর প্রত্যাশা।