২০২১-২০২২ আর্থিক সালে ব্রাহ্মণবাড়িয়া সদরে রাজস্ব খাতের আওতায় তিতাস নদী এবং ১১টি সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ৬০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। গত ০৫/০৯/২০২১ খ্রি. পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: শাহ আলম, জেলা মৎস্য কর্মকর্তা জনাব তাজমহল বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) জনাব আবু সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব সাইফ উল আরেফিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আবুল কালাম ভুইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এম এ এইচ মাহাবুব আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ সামছু উদ্দিন, উপজেলা কৃষি অফিসার জনাব শফিকুল ইসলাম ভূঞা, ভেটেরিনারি সার্জন ডা: মোহাম্মদ মামুন মিয়া, খামার ব্যবস্থাপক জনাব মোহাঃ আনোয়ার কামাল, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জনাব মশিউর রহমানসহ দপ্তরের ক্ষেত্রসহকারীগণ (জনাব মনিরুল ইসলাম, জনাব ইশরাত জাহান, জনাব জান্নাতুন ফেরদৌস), সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং মৎস্যজীবীগণ।

