আজ শনিবার ০২/১০/২০২১ তারিখ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর ঘাট এবং নদী তীরবর্তী বাজারসমূহে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আনুমানিক ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় ইলিশমাছ বিক্রেতাদেরকে আগামী ৪-২৫ অক্টোবর মা ইলিশ/প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযানকালে ইলিশমাছ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ সামছু উদ্দিন এবং ক্ষেত্র সহকারী জনাব মনিরুল ইসলাম।