Monday, October 14, 2024
No menu items!
প্রথম পাতাহজ ফ্লাইট আজ ২১ মে থেকে শুরু

হজ ফ্লাইট আজ ২১ মে থেকে শুরু

শামীম মিয়া

হজ যাত্রায় প্রথম ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪১৫ যাত্রী নিয়ে জেদ্দায় হজযাত্রার প্রথম ফ্লাইট হজযাত্রার প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছে স্থানীয় সময় রোববার (২১ মে) সকাল ৭টায়। ৪১৫ জন যাত্রী ছিলেন এ ফ্লাইটে। ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার রাত ৩টা ২০ মিনিটে যাত্রা শুরু করে আগে রাত সাড়ে ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিমানবন্দরের টার্মিনাল-২-এর কনকোর্স হলে ফ্লাইটের উদ্বোধন করেন বাংলাদেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথম দফায় ৪১৫ হজযাত্রী নিয়ে হজের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। আরও চারটি ফ্লাইট এয়ারলাইন্সের ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি-৩০০১। ১৯ মে শক্রবার রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কর্মসূচির উদ্বোধন করেন। এ বছর মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাবেন। অর্ধেকেরও বেশি যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি হজযাত্রীদের বহন করবে সৌদির উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স। আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে চাঁদ দেখার উপর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য