ময়মনসিংহ স্টেশনে বসে বই পড়া মানুষ টি ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের রসায়ন এর শিক্ষক সুভাষ স্যার। এ বয়সে মানুষ এক রুম থেকে অন্য রুমে যেতে চায় না সেই বয়সেই তিনি ট্রেনে এসে ক্লাস নিয়ে আবার ট্রেনে চলে যান। টিফিন বক্সে খাবার নিয়ে আসেন নাকি শুধু ভাত আর সবজি।
স্টেশনে কেউ একজন তাকে কোন প্রশ্ন করায় তাকে বোঝানোর জন্য ট্রেন ছেড়ে দিয়েছিলেন। অথচ এখন অনেক শিক্ষকের কাছে নাকি প্রাইভেট পড়া বাদ দিলে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দেয়। প্র্যাকটিকেলের নম্বরের ভয় দেখিয়ে প্রাইভেট পড়তে বাধ্য করার।
সহস্র শ্রদ্ধা আপনাদের মত শিক্ষক আছে বলেই মূল্যবোধ সবটা বিকিয়ে যায়নি।