Saturday, November 9, 2024
No menu items!
প্রথম পাতাসিলেটে লিফদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আজ সমাপনী

সিলেটে লিফদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আজ সমাপনী

মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, সিলেটে ১০ দিন ব্যাপী (৯-১৮ সেপ্টেম্বর ২০২১ খ্রি.) ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় লিফদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আজ ১৮/০৯/২০২১ তা‌রিখ সমাপনী দিন ছিল। প্রধান অ‌তি‌থি হিসেবে ছিলেন ডঃ মোঃ মোতা‌লেব হো‌সেন, বিভাগীয় উপপ‌রিচালক, মৎস্য অ‌ধিদপ্তর, সি‌লেট বিভাগ, সি‌লেট ম‌হোদয়; উপ‌স্থিত ছি‌লেন জনাব আহসান হা‌সিব খান, সি‌নিয়র সহকারী প‌রিচালক, সি‌লেট বিভাগ; জনাব মোঃ এমদাদুল হক, জেলা মৎস্য অ‌ফিসার, মৌলভীবাজার , প্রশিক্ষকবৃন্দ, লিফবৃন্দ।সব বিষ‌য়ে পারদর্শী হওয়ায় ৩জন লিফ‌কে প্রশিক্ষ‌দের পক্ষ হ‌তে পুরস্কৃত করা হয়।

মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য