বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে অনেকদিন বন্ধ থাকার পর বাংলাদেশসহ ছয়টি দেশের জন্য সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। একই সাথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশে করোনার জন্য আরোপ করা বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ছয়টি দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ২৬ অক্টোবর থেকে তাদের জন্য সিঙ্গাপুর ভ্রমণের বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশগুলো হলো -বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এসব দেশের পর্যটকরা সিঙ্গাপুরে প্রবেশ অথবা ট্রানজিট নিতে পারবেন।তবে এজন্য সিঙ্গাপুর যাওয়ার আগের ১৪ দিনের ভ্রমণের ইতিহাস কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এই ভ্রমণকারীরা সিঙ্গাপুরের চতুর্থ শ্রেণীর সীমান্ত বিধি নিষেধের আওতায় পড়বেন। এসব বিধি নিষেধের মধ্যে দেশটিতে পৌছানোর পর সরকারি স্থাপনায় ১০ দিনের কোয়ারেন্টাইন পালনের নির্দেশ রয়েছে।
মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, মিসর,হাঙ্গেরি,ইন্দোনেশিয়া,মঙ্গোলিয়া, ইসরায়েল,কাতার,রুয়ান্ডা, সামোয়া,সিচলেস,দক্ষিণ আফ্রিকা, টোঙ্গা এবং সংযুক্ত আরব আমিরাতকে তৃতীয় শ্রেণির বিধিনিষেধ-এর আওতায় রাখা হয়েছে।