Saturday, November 9, 2024
No menu items!
প্রথম পাতাসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

শামীম মিয়া

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তিনি। বরাবরের মতো এবারও শোকাবহ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে বিএনপি। এ উপলক্ষে ১৮ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী থানার বাগবাড়ীর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৩০ মে মঙ্গলবার ভোরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতাও তিনি। সকালে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন এবং মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেন। নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন ঢাকা মহানগর বিএনপি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য