Monday, June 17, 2024
No menu items!
প্রথম পাতাসব কিছুতেই মায়েদের দোষ খুঁজা ঠিক নয়, সমাজকে সচেতন হতে হবে

সব কিছুতেই মায়েদের দোষ খুঁজা ঠিক নয়, সমাজকে সচেতন হতে হবে

আমাদের সমাজ হরহামেশাই কারণে, অকারণে সব কিছুতেই মায়েদের দোষ খুঁজে। একটুতেই অনেক কথা শুনিয়ে দেয় যা একজন মায়ের জন্য খুবই কষ্টদ্বায়ক।অন্তত এটা ঠিক যে সন্তানের ভালো মায়ের চাইতে কেউ চায় না সে যত ভালো বাবা অথবা আত্মীয় হোক না কেন? বাচ্চা কেন খায় না, বাচ্চা কেন চিকন, একটু পাকা পাকা কথা বললো, লেখা পড়ায় খারাপ করলো, খারাপ ছেলেমেয়েদের সাথে মিশলো সব মায়ের দোষ। যা খারাপ সব কিছু মায়ের জন্য আর যা ভালো তা সবার জন্য হয়েছে। বাপকা সন্তান, ওমুক বংশের সন্তান, আরও কত দূর সম্পর্কেও সূত্র বের হয়ে যায়। আজব আমরা, আজব সমাজ আমাদের, কতটা হীন আমাদের মানসিকতা। একজন মা হওয়া যে কত কষ্ট শুধু মায়েরাই বলতে পারে।১০ মাস ১০ দিন বা ৩৭,৩৮ সপ্তাহ যাই বলেন মাকে একাই এই সিচুয়েশন হ্যান্ডল করতে হয়। ভাগ্য ভালো থাকলে কিছু মহিলা স্বামীর সঙ্গ পায়, অনেকে একেবারেই পায় না। তার পরও খারাপ লাগাগুলো তো নিজেকেই সামলাতে হয়।

সব মায়েদেরই কোন না কোন ভাবে কষ্ট সহ্য করতে হয়েছে। মায়েরা চায় তার সন্তান বেঁচে থাকুক তার শেষ নিশ্বাস চলে যাবার পরও । বেঁচে থাকুক তার কবরে একটুখানি মাটি অথবা মুখাগ্নি করার জন্য। বেঁচে থাকুক পরম আয়ু নিয়ে।এ জন্য সব মায়ের কথা ভাবলে কষ্ট লাগে। অনেক মায়েরাই কটু কথার শিকার হয়। যা ঠিক নয়। আমাদের সমাজকে সচেতন হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য