সফলতার জন্য পরশ্রিমের বিকল্প নাই। তবে গাধার মত পরশ্রিমেরও মূল্য নাই।
সুপরিকল্পিত পরিশ্রমের ধারাবাহিকতা:
১.প্রথমেই লক্ষ্য স্থির করতে হবে।
২.যে কাজটি নিয়ে লক্ষ্য স্থির সেই কাজে যথেষ্ট দক্ষতা অর্জন করতে হবে।
৩.ব্র্যান্ডিং বাড়াতে হবে।
৪.মার্কেটিং করতে হবে।
৫.ব্যাস্ততা বেড়ে গেলে প্রতিদিনের কাজের রুটিন করতে হবে।
৭.কাজের কোয়ালিটি আপডেট করতে হবে।
৬.সফলতার না আসেলে কারণ খুঁজে বেড় করতে হবে ।
