লোগো পর্ব ০৪
লোগো বানানোর ক্ষেত্রে সতর্কতা
**জীবনে মাত্র একটা লোগো বানাবেন আর একবারই লোগো বানাবেন। **
তাই নিচের বিষয় খেয়াল করুন
আপনি যে লোগো বানাবেন তার Ai ফাইল টি অবশ্যই নিজের কাছে রাখবেন।
অনেকে নরমাল ডিজাইন করে আকর্ষণীয় করার জন্য থ্রিডি মোকাপে(পিএসডি) দিয়ে দেয়। আকর্ষণীয় থ্রিডি মোকাপ আপনি ব্যবহার করতেই পারেন। তবে অবশ্যই মোকাপের সাথে নরমাল Ai ফাইল টি সাথে রাখুন আর খেয়াল রাখুন নরমাল লোগো কতটা আকর্ষণীয়। কারন নরমাল লোগোটাই পরবর্তীতে ভিজিটিং কার্ড ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, বিলবোর্ড, টি- শার্ট ,ওয়েব সাইট তৈরি করতে লাগবে।