লোগো পর্ব ০৫
লোগো কি? লোগো থাকার সুবিধা সমূহ
লোগো হল কোন একটি নির্দিষ্ট বিজনেস পেইজ, কোম্পানির বা প্রতিষ্ঠানের সিম্বল বা প্রতীক যেটির মাধ্যমে সেই নির্দিষ্ট পেইজ বা কোম্পানির পরিচয় বহন করে। লোগো একটি কোম্পানির ব্রান্ড আইডেন্টিটি।
একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের ততক্ষণ পর্যন্ত ব্র্যান্ডিং সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না সেই কোম্পানির একটি নিজস্ব ব্র্যান্ডিং লোগো থাকে।
পৃথিবীর বড় বড় কোম্পানি বা ব্রান্ডের কথা বলেন তাহলে দেখবেন তাদের প্রত্যেকের এক একটি ব্র্যান্ড লোগো রয়েছে যেটির মাধ্যমে সেই কোম্পানিকে মানুষ ভালোভাবে চিনতে পারে এবং সেই কোম্পানি সম্পর্কে মানুষের আস্থা স্থাপন হয়।
সুন্দর ডিজাইনের একটি লোগো আপনার ব্যবসায়ের বিক্রি এবং সুনাম দুটোই বৃদ্ধি করতে সক্ষম। তাই কোম্পানি, সংস্থা কিংবা ব্যবসাকে শক্তিশালী এবং ব্রান্ড আইডেন্টিটি দিতে হলে একটি লোগো থাকা অবশ্যক।
একটি প্রতিষ্ঠানের লোগো থাকার সুবিধা সমূহ
আপনার কাস্টমাররা শুধু আপনার পেইজ বা কোম্পানির নামেই আপনার কোম্পানিকে চিনবে না বরং আপনার কাস্টমাররা আপনার পেইজ বা কোম্পানির ব্র্যান্ডের লোগো বা চিহ্ন দেখে চিনবে।
একটি লোগোর মাধ্যমে আপনার পেইজ, কোম্পানী বা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু আরো বৃদ্ধি করতে পারবেন।