লোগো পর্ব ০৬
লোগো কত প্রকার ও কি কি?
সাধারণত ৭ প্রকারের লোগো রয়েছে।
যথা:-
১। ওয়ার্ড মার্ক লোগো(Wordmarks or logotypes)
২। অ্যাবস্ট্রাক্ট লোগো (Abstract logo marks )
৩। লেটার মার্ক লোগো (Monogram logos or lettermark logo)
৪। লোগো সিম্বল (Pictorial mark or logo symbols)
৫। মাস্ককোটস লোগো (Mascot logo)
৬। কম্বিনেশন মার্ক লোগো (The combination mark logo)
৭। এমব্লেম লোগো (The emblem logo)
লোগো ডিজাইনের পূর্বে অবশ্যই একটি সঠিক লোগোর টাইপ নির্বাচন করা জরুরি। প্রত্যেক প্রকার লোগোরই ভিন্ন ভিন্ন সুবিধা রয়েছে। লোগোর বৈশিষ্ট্য এবং কোন কোন ক্ষেত্রে কি ধরণের লোগো ব্যবহার করতে হবে তা নিয়ে আলোচনা করবো পরবর্তী পোস্টগুলোতে।