বাংলার টাইগার একাদশ উড়াল দিলো গত রাতে। সবার লক্ষ্য একটাই দেশের জন্য সন্মান বয়ে আনবে। ব্যাটিং বোলিং ভালো করতে পারলে ভালো কিছু বয়ে আনবে এমনটাই আশা এদেশের লাখো ক্রিকেট ভক্তর।
আগামি ১৭ অক্টোবর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর। দুটি সেমিফাইনালের পর হবে ফাইনাল। সবগুলো ম্যাচ হবে তিনটি ভেন্যুতে যথা- দুবাই, আবুধাবি ও শারজায়।
দেশ ছাড়ার পূর্বে মাহমুদুল্লাহ জানিয়েছেন ভালো পারফরমেন্স দিয়ে সবাই সবার সেরাটা দিবে। সেই সাথে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দলের সাথে সাকিব মুস্তাফিজ না গেলেও তারা সেখানে থেকে যোগ দিবেন। আই পি এল এ ব্যাস্ত সময় পার করছেন মুস্তাফিজ ও সাকিব। সকলে ভালো খেলা দিতে পারলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে এমনটা আশা ক্রিকেট ভক্তদের