Monday, October 14, 2024
No menu items!
রাজনীতিরাজধানী ঢাকা -১৭ আসনে মনোনয়ন জমা দিলেন ১৫ জন প্রার্থী

রাজধানী ঢাকা -১৭ আসনে মনোনয়ন জমা দিলেন ১৫ জন প্রার্থী

মোহাম্মদ শামীম মিয়া

গতকাল বৃহস্পতিবার ১৫ ই জুন ছিল ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীরা অনলাইনে ও সশরীর উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী তাদের মধ্যে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান ও মো. মামুনুর রশিদ, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, গণতন্ত্রী পার্টির অশোক কুমার ধর,গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম,মুক্তিজোটের মো. আকতার হোসেন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. মজিবুর রহমান,জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম। পাঁচজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে মো. আশরাফুল হোসেন (হিরো আলম), আবু আজম খান, মুসাউর রহমান খান, শেখ আসাদুজ্জামান এবং মো. তারিকুল ইসলাম ভূঁইয়া। আগামী রবিবার ১৮ই জুন মনোনয়নপত্র যাচাই–বাছাই হবে। যাচাই-বাছাই হলে জানা যাবে এই উপনির্বাচনে কে কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আকবর হোসেন খান চিত্রনায়ক ফারুক নামে পরিচিত ছিল। গত ১৫ মে তিনি মারা যাওয়ার পর ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস, এরিয়া নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। ১৭ জুলাই এই উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা ১৭ আসনের উপ নির্বাচন হবে ব্যালট পেপারের মাধ্যমে। ভোট শুরু হবে সকাল আটটা থেকে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য