গেল কয়েকদিন ধরে সারাদেশে চলছে তীব্র তাপদাহ যার প্রভাব পরেছিল রাজধানী ঢাকাতে আর দিনের তাপমাত্রার সঙ্গে রাতের তাপমাত্রা যেন পাল্লা দিয়ে বাড়ছে। যে কারনে জনজীবনে নেমে এসেছিল অস্বস্তি, অতিষ্ঠ নগরবাসী প্রাণ ফিরে পেতে আশা করছিল বৃষ্টির, আজ ভোড় থেকে শুরু হয় বৃষ্টি। বিভিন্ন হালকা ও মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রা সমানুপাতিক হাড়ে কিছুটা কমেছে, সেই সাথে কিছুটা স্বস্তি ফিরিয়ে জনজীবনে। গত কয়েক দিনের তাপপ্রবাহের পর এবার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয় সর্বনিম্ন২৮°ও সর্বোচ্চ ৩৩° সেলসিয়াস এছাড়াও বাতাসের আদ্রতা ৭৯% তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু দেশে বিস্তার লাভ না করায় তাপপ্রবাহ এমন বেড়েই চলছে। সাধারণ সময়ে জুন মাসের প্রথম সপ্তাহে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। তবে এবার ঘূর্ণিঝড় মোখার কারণে মৌসুমি বায়ু প্রবেশে ব্যাঘাত ঘটেছে। এই সপ্তাহের মধ্যেই টেকনাফ উপকূলে মৌসুমি বায়ুর বিস্তার লাভ করতে পারে।