Monday, December 9, 2024
No menu items!
রাজধানীরাজধানী আদাবরে আটতলা ভবনের নিচতলায় আগুন

রাজধানী আদাবরে আটতলা ভবনের নিচতলায় আগুন

শামীম মিয়া

রাজধানী আদাবরে আটতলা ভবনের নিচতলায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করে। ২৮ মে রোববার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। দুপুর ১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনের দ্বিতীয় তলা থেকে দুইজন নারী ও একজন পুরুষকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান শাহজাহান সিকদার এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর আদাবরে ১০ নম্বর সড়কের একটি আটতলা ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। এ পর্যন্ত কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য