মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন খঃ মাহবুবুল হক ।
আজ ২রা জানুয়ারি দুপুরে রাষ্ট্রপতির আদেশ ক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিয়োগ প্রকাশ করে মৎস্য অধিদপ্তর,বাংলাদেশ এর মহাপরিচালক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি
অতিরিক্ত মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর পদে নিয়োজিত ছিলেন। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
তিনি ১২ এপ্রিল ১৯৬৩ সালে জন্ম গ্রহণ করেণ। তাঁর পৈত্রিক নিবাস টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ১৯৮১-১৯৮২ শিক্ষাবর্ষের সাবেক ছাত্র।
৯ম বিসিএস এ ১ম স্থান অর্জন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মৎস্য অধিদপ্তর এ নিয়োগ প্রাপ্ত হন। তিনি অতান্ত্য মেধাবী এবং পরিশ্রমী যা তিনি তাঁর কাজের মাধ্যমে ইতোমধ্যে প্রমাণ করেছেন। তাঁর যোগ্য নেতৃত্বের মাধ্যমেই মৎস্য অধিদপ্তর এগিয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও পুত্র সন্তানের জনক।