Monday, December 9, 2024
No menu items!
সারাদেশমৌলিক অধিকার, বিনোদনের ঘারতি নেত্রকোনা পৌরসভায়

মৌলিক অধিকার, বিনোদনের ঘারতি নেত্রকোনা পৌরসভায়

উন্নত জীবন যাপনের প্রয়োজনে নেত্রকোণা পৌর শহুরে বাড়ছে ব্যস্ততা। উন্নত নাগরিক সুবিধার জন্য একটু ভালো থাকার আশায় গ্রাম ছেড়ে মানুষ পাড়ি জমাচ্ছে শহরে। তাই একদিকে যেমন প্রয়োজন পড়ছে কর্মসংস্থানের তেমনি অপরদিকে ব্যস্ততাময় এক ঘেয়ে জীবন যাপন থেকে বাঁচতে প্রয়োজন পরছে বিনোদনের। বিনোদন মৌলিক অধিকার হলেও নেত্রকোণা জেলা শহরে অবকাশ সময় কাটানোর জন্য নেই উম্মুক্ত কোন জায়গা বা বিনোদন কেন্দ্রে। পৌর বা জেলা শহরে বিনোদন কেন্দ্রের অবস্থা বর্তমানে শূণ্যে। কিছু বছরের ব্যবধানে শহরে থাকা দুটি প্রেক্ষাগৃহ বিলুপ্তি হয়ে গিয়েছে। একটি মাত্র অডিটরিয়াম ছিলো সেটিও ভেঙে ফেলা হয়েছে। শহরের ভিতরে নেই কোন শিশুপার্কও। বেসরকারি ভাবে শহরের বাহিরে একটি পার্ক গড়ে উঠলেও তা প্রয়োজনের তুলনায় নগন্য। শহরের পার্শ্ববর্তী রাজুর বাজার এলাকায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নির্মান প্রকল্পে ড্রেজার দিয়ে ভরাট করা বালুতেই বিনোদন খুজার চেষ্ঠা করছে শহরে বসবাস করা মানুষ। ছুটির দিনে পড়ন্ত বিকালে প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নির্মান প্রকল্প এলাকায়। ব্যস্ততম জীবন যাপনে একটু স্বস্থি বা প্রশান্তি দিতে জেলা শহরে বিনোদন কেন্দ্র স্থাপনের বিকল্প নেই বলে মনে করেন শহরবাসী। নেত্রকোনার পৌরসভার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিরা বার বার আশ্বাস দিলেও এই সংকট সমাধানে কোন দৃশ্যমান কোন উদ্যোগ নেওয়া হয়নি। কালের দূরবীন পৌরবাসির কিছু মানুষের সাথে আলাপকালে তারা বলেন, নেত্রকোনা পৌরসভার দায়িত্বরত ব্যক্তিদের মানসিক ইচ্ছের ঘারতি রয়েছে বলে মনে করেন এবং দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য