Wednesday, September 18, 2024
No menu items!
আরোআইটি বিশ্বমোবাইলে কিভাবে ছবি/পণ্যতে লোগো যুক্ত করতে হয় ?

মোবাইলে কিভাবে ছবি/পণ্যতে লোগো যুক্ত করতে হয় ?

লোগো পর্ব ০৩

মোবাইলে কিভাবে ছবিতে /পণ্যতে লোগো যুক্ত করতে হয় ?

আপনার পণ্যের র ছবিতে আপনার লোগো স্টিকার হিসাবে যুক্ত করলে ছবিটি যেমন সিকিউর হয় , তেমনি আপনার লোগোটিও সবার কাছে পরিচিত হয়। এতে করে আপনার পেজ বা কম্পানিটিও সবার নজরে আসে। তা ছাড়া আপনার লোগো যুক্ত ছবিটি অন্য কেউ ব্যবহারও করতে পারবে না। আর এই কাজটি আপনার মোবাইলে অ্যাপ ব্যবহার করেই করতে পারেন।চলুন জেনে নেই কিভাবে পণ্যের ছবিতে লোগো যুক্ত করতে হয়।

১। প্রথম Googlel Playstore গিয়ে PicsArt অ্যাপ Install করুন

২। Goole Account অথবা Facebook Account দিয়ে অ্যাপটি setting করুন

৩। setting হয়ে গেলে অ্যপটি ওপেন করে + icon এ চাপ দিন

৪। আপনার পণ্যের র ছবি পছন্দ করুন

৫। মোবাইলের নিচের মেনুতে Add photo icon এ চাপ দিন

৬।আপনার লোগো ঠিক মত পণ্যের র ছবিতে বসান

৭। সেভ করে নিন

৮। গেলারিতে গিয়ে লোগো যুক্ত ছবিটি বের করুন।

আরো বিস্তারিত জানতে আমার Triangle IT Solution ইউটিউব চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। সবাই আমার ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য