শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বাংলা কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার উত্তর বাজারে এ ঘটনা ঘটে।
গোসাইপুর ইউনিয়নের ভারেরা এলাকার মাজেদুর রহমান হিটলার এর ছেলে মেহরাব হাসান রবিন ৯ জুন শুক্রবার বিকেল ৬ টার দিকে শ্রীবরদী উত্তর বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী ব্যাটারী চালিত অটোরিকশা নিচে পরে এবং মাথায় আঘাতে ঘটনাস্থলেই মারা যান রবিন। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মেহরাব হাসান রবিন সরকারি বাংলা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস কালের দূরবীন পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে জানা মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিস্তারিত জেনে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’