উচ্চশিক্ষার জন্য লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন সানা গঙ্গোপাধ্যায় । মেয়ে সানার নতুন সফরে গর্বিত বাবা সৌরভ গঙ্গোপাধ্যায়।
শুধুমাত্র মেয়ের ভর্তির জন্য লন্ডনে পাড়ি দিয়েছিলন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায় । স্ত্রী ডোনা ও মেয়ের সানার সঙ্গে সেলফি তুলে শেয়ার করলেন মহারাজ। ক্যাপশনে লেখেন, ‘দারুণ অভিজ্ঞতা। সানা ওর বিশ্ববিদ্যালয়ে। ইউসিএল (লন্ডন’স গ্লোবাল ইউনিভার্সিটি)’।
কয়েকমাস আগে লন্ডনে নতুন অ্যাপার্টমেন্ট নিয়েছেন কারণ কলকাতার পর মহারাজ সৌরভ গাঙ্গুলী কাছে এই শহর খুব আপন। ১৯৯৬ সালে এই শহরেই তাঁর ঐতিহাসিক অভিষেক। এখানেই ন্যাটওয়েস্ট ট্রফি জয়সহ একের পর এক মাইলস্টোনের সাক্ষী রয়েছে তার জীবনে।
সানা গঙ্গোপাধ্যায় লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগে একটা ছোট ট্রিপ ও হয়ে গিয়েছে সৌরভ-ডোনা দম্পতির। ডোনা গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘সানা লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। অনেক দিন থেকেই ঠিক ছিল যে, ইংল্যান্ডে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। করোনা পরিস্থিতির জন্য সব কিছু স্থগিত হয়ে গিয়েছিল। অবশেষে তাঁদের সকলের স্বপ্নপূরণ হল”।