অবশেষে মুক্তি পাচ্ছে বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’। ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করা হায়দার খান পরিচালিত এবং ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ এর তানজিয়া জামান মিথিলার অভিনীত ‘রোহিঙ্গা’ ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে। রোহিঙ্গা তরুণী হুসনে আরার চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।
চলচ্চিত্রটির পরিচালক হায়দার খান জানিয়েছেন, এ চরিত্রের জন্য তাকে নির্বাচন করা কঠিন সিদ্ধান্ত ছিল। এতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ভুটানের চিত্রনায়ক তিনি। সালমান খানের নতুন ছবি ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এই নায়ক।
২০১৯ সালের শেষ দিকে ‘রোহিঙ্গা’ ছবির শুটিং শুরু করেন মিথিলা। আরাকান ও হিন্দি দুই ভাষায় কথা বলতে দেখা যাবে তাঁকে। মূলত একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হয়েছে এ সিনেমায়।
থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপেল টিভিতে মুক্তি পাবে বলে জানা গেছে।