মা হয়েছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। গত ২৩ সেপ্টেম্বর এক ফুটফুটে কন্যা সন্তানের জন্য দেন তিনি। মেয়ের নাম আনাহিত রহমান আলিফ।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছিল শখের বেবি শাওয়ার আয়োজনের কিছু মুহূর্তের স্থিরচিত্র ও ভিডিও। সেখানে শখকে প্রথম দেখায় অনেকেই চিনতে পারেননি । অনেকটাই মুটিয়ে গেছেন তিনি। শারীরিক পরিবর্তনের কারণে অনেকেই শখকে চিনতে হিমশিম খাচ্ছেন। এমনকি মিডিয়ায় এই অভিনেত্রীর অনেক সহকর্মীও তাকে দেখে চিনতে পারছিল না। তবে তাকে অন্যরকম সুন্দর লাগছিল।
মা হওয়ার খবর জানিয়ে শখ বলেন, ‘আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
২০২০ সালের ১২ মে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হোন ব্যবসায়ী আতিকুর রহমান জনের সাথে । স্বামীর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। তবে মাঝেমধ্যে রাজধানীর উত্তরার বাসায়ও থাকেন।
প্রসঙ্গত, এর আগে মডেল ও অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন শখ। বিয়ের দুই বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায়।