Friday, June 21, 2024
No menu items!
জাতীয়মহামারী পরিস্থিতি বিবেচনায় জাবিতে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

মহামারী পরিস্থিতি বিবেচনায় জাবিতে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

প্রতিবেদক: সাথী ফাতেমা

দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি)এই বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। রহিমা কানিজ বলেন করোনা মহামারির প্রকোপ বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ থাকবে।তবে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো স্বাস্থ্যবিধি মেনে চলমান থাকবে।প্রয়োজনে পরীক্ষার হল বৃদ্ধি ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা বাড়ানো হবে। তিনি আরো জানান,বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বড় পরিসরে আইসোলেশনের ব্যবস্থা করার কথাও ভাবা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে রেফারেন্স নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একশত টাকায় করোনা পরীক্ষা করা যাবেও বলে জানান তিনি। এর আগে গত মঙ্গলবার রাতে হল প্রভোস্ট ও ডিনদের মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা হয়।এই আলোচনার প্রেক্ষিতে গতরাতে প্রশাসনিক সভায় বিষয়টি চূড়ান্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য