আন্তর্জাতিক বানিজ্যে নতুন মুদ্রা গ্রহনে ২৫টি দেশ ব্রিকসে যোগ দিবে। যে দেশগুলো ব্রিকস জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সেগুলো হল- বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আলজেরিয়া, আর্জেন্টিনা, বাহরাইন, বেলারুশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, কাজাখিস্তান, মেক্সিকো, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, সৌদি আরব, সেনেগাল, সুদান, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, তিউনিসিয়া, তুরস্ক, উরুগুয়ে,ও ভেনিজুয়েলা।
চিন, রাশিয়া, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা-এই পাঁচটি দেশ নিয়ে ব্রিকস গঠিত। এর সঙ্গে আরও ২৫ দেশ যোগ দিলে এই জোট ৩০ দেশে উন্নতি হবে। মোট ৩০ দেশ এখন মার্কিন ডলারকে বৈশ্বিক রিজার্ভ ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একজোট হতে যাচ্ছে।
হার্ড কারেন্সি’ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একক মুদ্রা হিসেবে পরিগনিত হয়।
এতগুলো দেশ যদি ডলার ত্যাগ করে এবং একটি নতুন মুদ্রা দিয়ে লেনদেন শুরু করে, তাহলে তা হবে মার্কিন ডলারের ওপর একটি বড় আঘাত। বিশ্ববাজারে দুর্বল হবে ডলার । খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে যাওয়া ‘ব্রিকস মুদ্রা’ আন্তর্জাতিক বাজারে ডলারের আধিপত্য টেকাতে সক্ষম হবে বলে জোটের পক্ষ থেকে মনে করা হয়।