ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে যাত্রীবোঝাই নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষে গতকাল শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে উদ্ধারকাজ শেষে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান। আজ শনিবার সকাল ৮টার দিকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।