জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে ‘গুনিন’ ওয়েব ফিল্মে অভিনয় করছেন পরীমনি নির্মিত হচ্ছে। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় কাজ করছেন পরীমনি। মাদক মামলায় গ্রেপ্তারসহ নানা কারণে সমালোচিত হলেও তিনি বেশ কয়েকটি ভালো সিনেমা উপহার দিয়েছেন। রাবেয়া চরিত্রে দেখা যাবে তাঁকে। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শরিফুল রাজ। রাজ জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়াতে দিন সাতেক শুটিং করবেন । তিনি বলেন, এবারই প্রথম নিজের এলাকায় শুটিং করবো। অন্যরকম ভালো লাগা কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।গত সোমবার (১১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলায় এসেছে ‘গুনিন’ টিম। তবে শুটিং এলাকায় ভীড় এড়াতে ব্রাহ্মণবাড়িয়া কোথায় শুটিং হচ্ছে তা গোপন রাখা হয়েছে।
মূলত ‘গুনিন’ ছবিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জন্য তৈরি হচ্ছে। পরীমনি ও শরিফুল রাজ ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করবেন মোস্তফা মনওয়ার, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু, নাসির প্রমুখ।