রবিবার (৭ মে) ক্লারিজ হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন টনি ব্লেয়ার।বাংলাদেশের আরো উন্নয়নে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই ইচ্ছার কথা জানান।
পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন এবং বাংলাদেশকে আরো সহায়তা করতে চেয়েছেন। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
ড. মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টনি ব্লেয়ার-কে বলেছিলেন যে বাংলাদেশে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টির জন্য আরো বিদেশি বিনিয়োগ প্রয়োজন। জবাবে, টনি ব্লেয়ার বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তার সু-সম্পর্ক রয়েছে, বিশেষ করে জিসিসি (গাল্ফ কো-অপারেশন কাউন্সিল) এর সঙ্গে এবং তিনি বাংলাদেশকে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে সাহায্য করতে পারেন। তিনি বলেছেন, “বাংলাদেশের বর্তমান অর্থনীতি খুবই আকর্ষণীয় এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব ভালো করছে।”
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে চমৎকার বলে উল্লেখ করেন এবং এর জন্য আনন্দ প্রকাশ করেন।