বিসিবিরি ২৫ পরিচালকের মধ্যে ৯ পরিচালক ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে নানা আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেছে। বিসিবির পরিচালক পদে কারা আসবেন সেটা নিয়ে চলছে আলোচনা। মনোয়নপত্র বিক্রি শেষে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবির পরিচালক পদে কার্যত নির্বাচিত হয়ে গেছেন অনেক পরিচালক।
তিন ক্যাটগরিতে পরিচালক পদে নির্বাচন হবে। বিসিবিরি ২৫ পরিচালকের মধ্যে ৯ পরিচালক ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা নির্বাচিত হয়ে গেছেন তাঁরা। নির্বাচিত সবাই ক্যাটাগরি–১ থেকে নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার পরিচালকরা নির্বাচন করে থাকেন। ক্যাটাগরি–১ এ ১০ পরিচালকের মধ্যে ৭ পরিচালকই নির্বাচিত হয়েছেন। সিলেট বিভাগ থেকে একটি পদে শফিউল আলম চৌধুরী নাদেল নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে পরিচালকের দুটি পদ রয়েছে। এখান থেকে আকরাম খান ও আজম নাসির উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের মতো খুলনাতেও পরিচালকের দুটি পদে শেখ সোহেল, কাজী ইনাম আহমেদ নির্বাচিত হয়েছেন। বরিশালের একটি পদে আলমগীর খান, রংপুরের একটি পদে এড. আনোয়ারুল ইসলামও প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা কার্যত নির্বাচিত হয়ে গেছেন। এই ৭ পরিচালক ছাড়া ক্যাটাগির বাইরে আরও দুই পরিচালক নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত দুজন পরিচালক থাকেন। এই পদে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি–১ থেকে নির্বাচন হবে ঢাকা বিভাগের দুটি পরিচালক এবং রাজশাহী বিভাগের একটি পদের জন্য। ক্যাটাগরি–২ এ ১২ পরিচালকের জন্য নির্বাচন হবে। আর ক্যাটগরি–৩ থেকে এক পরিচালকের পদের জন্য নির্বাচন হবে। আগামী ০৬ অক্টোবর হবে বিসিবির নির্বাচন।