Saturday, February 15, 2025
No menu items!
জাতীয়বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

শামীম মিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ রবিবার রাতে বাদী হয়ে মামলা করেন। আব্দুল বাতেন পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি সোমবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে খুঁজা হচ্ছে চাঁদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।’ গত শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে করবস্থানে পাঠানোর হুমকি দেন চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয় এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ’ এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজশাহীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হচ্ছে। এর আগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। তার ওই বক্তব্য প্রচারের অভিযোগে আরো সাতজনকে মামলায় আসামি করা হয়েছিল। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার আদালতে মামলাটি করেছিলেন। এর প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সারাদেশ ব্যাপি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য