নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজ জয় যতটা না আমাদের আনন্দ দিয়েছে।তার চেয়ে বেশি ব্যথিত করছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলা ক্রিকেটের অসহায় আত্মসমর্পণ। বেশ ক’বছর থেকে ক্রিকেট বাঙালির সবচেয়ে বড় আবেগ ও উৎসবে পরিণত হয়েছে। এই আবেগ ও উৎসবে পরিণত হওয়ার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা আজ ক্রিকেটের অঙ্গনে নেই। যে ক’জন আছেন তারা ক্রিকেটের জন্য আছেন বলে মনে হয়না রয়েছেন কর্তা ব্যক্তিদের সকল কথা মেনে জ্বি জ্বি উলুধ্বনি দেওয়ার জন্যে।ক্রীড়াঙ্গন আজ ঢাকা পড়েছে অপ-রাজনীতির কালোছায়ায়। এই অপ-রাজনীতি ঠেকানো না গেলে ক্রীড়াঙ্গনকে আবেগ ও উৎসবের জায়গায় রাখা যাবেনা। প্রতিটি ক্ষেত্রেই আজ অপ-রাজনীতির কালোছায়া। রাজনৈতিক শুদ্ধতার মধ্য দিয়ে বেঁচে থাকুক বাংলার ক্রিকেট!