বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে ড. জুবাইদা নাসরিন আখতার গত কাল ১০ অক্টোবর অপরাহ্নে যোগদান করেছেন।
তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর প্রথম মহিলা মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে সদর দপ্তরে যোগদান করেছিলেন। ড. নাসরীন ৬ ই ডিসেম্বর ১৯৮৯ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে নদীকেন্দ্র, চাঁদপুরে যোগদান করেন। ৩০ শে ডিসেম্বর ২০১০ সালে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে স্বাদুপানি উপকেন্দ্র, যশোরে যোগদান করেন। পরবর্তীতে ২০১৬ সালে পদোন্নতি প্রাপ্ত হয়ে ৭ই মার্চ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সদর দপ্তর, ময়মনসিংহে যোগদান করেন এবং ২৮ শে জানুয়ারি ২০২১ পদোন্নতি প্রাপ্ত হয়ে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সদর দপ্তরে যোগদান করেন। তিনি নদীকেন্দ্র চাঁদপুরে চাকুরি করা কালীন সময়ে পেনে মাছ চাষ প্রযুক্তি প্রতিষ্ঠিত করেন। তিনি থাই পাঙ্গাস মাছের পোনা উৎপাদন ও চাষ সম্প্রসারণে এ ব্যাপক অবদান রাখেন। ড. নাসরীন স্বাদুপানি কেন্দ্র, ময়মনসিংহে একোয়াপনিক প্রযুক্তি প্রতিষ্ঠিত করেন। বর্তমানে ড. নাসরীন সদর দপ্তরে প্রশিক্ষণ শাখায় কর্মরত আছেন। ড. জুবাইদা নাসরিন আখতার সদা হাস্যজ্জ্বল, কর্মবীর, অত্যান্ত বিনয়ী ও সকলের প্রিয়।