Monday, December 9, 2024
No menu items!
খেলাবাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আলোকপাত

বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আলোকপাত

আসন্ন সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ড ক্রিকেট টিম ( কিউই দল)। আজ কোয়ারেন্টিনে শেষ করে মাঠের অনুশীলনে নেমেছে টিম নিউজিল্যান্ড।


যদি ও মজার ব্যাপার হলো নিউজিল্যান্ড টিম এর সব সদস্য হলো টি -২০ কাপ স্কোয়াড এর বাহিরের। এই টিমে নেই কোন অভিজ্ঞ খেলোয়ার। সকল অভিজ্ঞ খেলোয়ারকে বিশ্রামে রেখেই নতুনদেরকে নজর দিতেই পাঠানো হলো তরুন ক্রিকেটারদের।

এদিকে এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষনা করেছে তাদের স্কোয়াড। যেখানে সাকিব মুশফিক রিয়াদের সাথে রাখা হয়েছে সৌম্য মুস্তাফিজ সহ অনেক তরুনদের, বাদ পড়েছে মিঠুন আলী। এখানে যারা ভালো করবে তাদের নিয়েই তৈরি হবে সামনের টি-২০ মেগা আসরের স্কোয়াড।
এখন দেখা যাবে মাঠের লড়াইয়ে কারা বাজিমাত করে। ঘরের মাঠে বরাবর শক্তির প্রমান দিয়েছে টাইগাররা। অজিদের ৪-১ এ তুলোধূনো করার পর এবার কিউইদের ছেড়ে কথা বলবেনা রিয়াদ বাহিনী। আজ অনুশীলনে ফিরলেও কিউরা থাকবে বায়োবাবলের মধ্যে এমনটি শোনা গিয়েছে। বাংলাদেশ কোচ তার খেলোয়াড়দের নিয়ে বেশ আশাবাদী। কিউইদের হারিয়ে নিজেদেরকে অন্য উচ্চতায় দেখতে চায় এই অভিজ্ঞ কোচ।


তাই বাংলাদেশের ক্রিকেট পাগল ভক্তদের একটাই চাওয়া নিউজিল্যান্ডকে ঘরের মাঠে বাংলাওয়াশ করে জয় তুলে নিতে। সেটা এখন সময়ের ব্যাপার সময় বলে দিবে কে হাসবে সে অবধি আমরা তাকিয়ে আছি মিরপুর শেরেবাংলায় জিতবে কি হারবে যাই হোক বাংলাদেশের ক্রিকেট এর সাথে এ দেশের মানুষের ভালোবাসা ছিলো আছে থাকবে।

1 COMMENT

  1. সব টুকরো খবর এক করে সাজিয়ে তোলাটা সত্যি সুন্দর হয়েছে। কিছু কিছু যায়গায় বানানের ব্যাকরণগত ত্রুটি আছে। আশা করি সামনে আরও অনেক দুর এগিয়ে যাবে।
    ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য