বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। জিম্বাবুয়েতে এ মাসেই অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। যে আসরের জন্য জ্যোতিকে অধিনায়ক করে বৃহস্পতিবার চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জ্যোতি ওয়ানডে অধিনায়ক হিসেবে রোমানা আহমেদের স্থলাভিষিক্ত হলেন। আন্তর্জাতিক ক্রিকেটে জ্যোতি বাংলাদেশের চতুর্থ ওয়ানডে অধিনায়ক। রোমানার আগে সালমা খাতুন ও জাহানারা আলম দেশকে নেতৃত্ব দিয়েছেন। জিম্বাবুয়েতে ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ বাছাই। এর আগে বাংলাদেশের মেয়েরা স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ১১, ১৩ ও ১৫ নভেম্বর ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার হারারের উদ্দ্যেশে দেশ ছাড়বে দল।