৫ ম্যাচ সিরিজ এর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে জয় উদযাপন করলো টিম টাইগার্স। জয়টি খুব সহজ ভাবে তুলে নেয়। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই তোপের মুখে পড়ে কিউইরা। মাত্র ১০ রানের মাথায় দলের তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরে। মেহেদীর বলেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। তারপর সাকিব মুস্তাফিজ, নাসুমদের বলের মুখে দাঁড়াতেই পারেনি কিউইরা। মাত্র ৬০ রানেই দলের ইনিংস পরিসমাপ্তি ঘটে। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই চাপের মুখে পড়ে। লিটন ও শান্তকে হারিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়ে বাংলাদেশে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয় নি টাইগারদের। সাকিব এর ব্যাটিং এ বাংলাদেশ এগিয়ে গেলেও তার আউটের পর রিয়াদ মুশফিক এর ব্যাটে জয়ের কিনারায় চলে যায় বাংলাদেশ। ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলার দামাল ছেলেরা।