Monday, October 14, 2024
No menu items!
খেলাবাংলাদেশ ক্রিকেট বোর্ড এর জরুরি সভায় ঘোষণা দিয়ে বিসিবির বিভিন্ন পদে রদবদল...

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর জরুরি সভায় ঘোষণা দিয়ে বিসিবির বিভিন্ন পদে রদবদল আনা হচ্ছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের ব্যাপক ভরাডুবিতে টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ক্রিকেটাররা প্রায় প্রতিটি ম্যাচেই চরম হতাশাজনক পারফরম্যান্স করেছেন। ফলে বেশ কয়েকজন ক্রিকেটারকে টি-টোয়েন্টি থেকে আজীবনের জন্য বাদ দিতে যাচ্ছে বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলাররা মোটামুটি ভালো করলেও পুরোপুরি ব্যর্থ ছিলেন ব্যাটাররা যার খেসারত দিতে হয়েছে দলকে। তামিম ইকবাল এর জায়গায় ওপেনারের দায়িত্ব পালন করেন নাঈম শেখ, লিটন দাস ও সৌম্য সরকার। এর মধ্যে কেবল নাঈম শেখই কিছুটা ধারাবাহিক ছিলেন। বাকি দুই জন যেন খেলা দরকার তাই খেলেছেন। ভালো করতে পারেননি মুশফিকুর রহিম ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। এছাড়া আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানও ব্যর্থ ছিলেন।

বিশ্বকাপে দলের ব্যর্থতা নিয়ে এখনো কাটাছেড়া বিশ্লেষণ চলছে। তা্ই বেশ কয়েকবার বৈঠক করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনসহ বোর্ড কর্তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর জরুরি সভায় ঘোষণা দিয়ে বিসিবির বিভিন্ন পদে রদবদল আনা হচ্ছে। বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, বোলিং কোচ ওটিস গিবসন দলের ভেতরে কোন্দল সৃষ্টি করায় তাকে বরখাস্ত করা হবে। ফিল্ডিং কোচ রায়ান কুককে দায়িত্ব থেকে বরখাস্ত করা হবে। প্রধান কোচ হিসেবে সাবেক কোচ হাথুরুসিংহের সাথে আবারো আলোচনা করবে বিসিবি। স্পেশালিষ্ট ব্যাটিং কোচ হিসেবে জেমি সিডন্সকে আনার ব্যাপারে আগ্রহী বিসিবি। সহকারী কোচ হিসেবে দেশী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন স্যারকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং সালাহউদ্দিন স্যার বলেছেন বিষয়টি চিন্তা-ভাবনা করে জানাবেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে তবে বিসিবির অন্য যেকোনো পদে তারা বহাল থাকবেন। সাবেক প্রধান নির্বাচক ফারুক আহম্মেদ কে আবারো প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব করবে বিসিবি তিনি চাইলে আব্দুর রাজ্জাকের সাথে হাবিবুল বাশারকে ও সঙ্গে রাখতে পারবেন। টি-টোয়েন্টি দলের ওপেনিং এবং ক্যাপ্টেন্সির জন্য তামিম ইকবালকে প্রস্তাব করেছে বিসিবি যদিও তামিম ইকবাল ক্যাপ্টেন্সির বিষয়ে সরাসরি না বলে দিয়েছেন এবং পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজেও তাই অনিশ্চিত। তামিম ইকবাল না বলায় টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সিতে আবারো বহাল রইলেন মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন দাস ও সৌম্য সরকার কে স্থায়ীভাবে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে তবে লিটন দাস টেস্ট ও ওয়ানডে দলে থাকবেন। অভিজ্ঞতার জন্য মুশফিকুর রহিমকে টি-টোয়েন্টি দলে আরো একবার সুযোগ দেওয়া হয়েছে।বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আবারো খালেদ মাসুদ সুজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য