Wednesday, September 18, 2024
No menu items!
আন্তর্জাতিকবাংলাদেশ-আমিরাতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর

বাংলাদেশ-আমিরাতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর

শামীম

দুবাই বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে । গত ২০ মে শনিবার পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এই আয়োজনে দুই দেশের ইতিহাস-ঐহিত্য, সংস্কৃতি ও জীববৈচিত্র্যের নানা দিক তুলে ধরা হয় । বিভিন্ন রকমের চিত্রকর্মে দুই দেশের ইতিহাস-ঐহিত্য, সংস্কৃতি ও জীববৈচিত্র্যের নানা দিক প্রদর্শিত হয় । দুই দেশের ১৬ জন শিল্পীর ৮০টি চিত্রকর্ম চিত্রপ্রদর্শনীতে স্থান পায়। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের ১১ জন ও আমিরাতের পাঁচজন চিত্রশিল্পী। চিত্রকর্ম প্রদর্শনী ও আর্ট ক্যাম্পের উদ্বোধনী দিনে দুই দেশের কূটনৈতিক পর্যায়ের ব্যক্তিরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এশিয়ার আরও কয়েকটি দেশের নাগরিক এ প্রদর্শনী দেখতে আসেন। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে রোববার (২১ মে) থেকে বুধবার (২৪ মে) পর্যন্ত বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য