Wednesday, September 18, 2024
No menu items!
খেলাবাংলাদেশের সুপার টুয়েলভের সময়সূচি

বাংলাদেশের সুপার টুয়েলভের সময়সূচি

গ্রুপ রানারআপ হয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে বাংলাদেশের টাইগাররা। এখন বিশ্বকাপের মূলপর্বে গ্রুপ-১ এ খেলতে হবে টাইগারদের। বি গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া স্কটল্যান্ড খেলবে গ্রুপ-২ এ। সুপার টুয়েলভের গ্রুপ-১ এ বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও এ গ্রুপের চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা। এ গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের সুপার টুয়েলভ মিশন।

আগামী রোববার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় এ গ্রুপের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বি গ্রুপের রানার্সআপ লাল সবুজের দল বাংলাদেশ। ওমান পর্ব শেষ করে আমিরাতে গিয়ে শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি খেলবে টাইগাররা। সুপার টুয়েলভে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ২৭ অক্টোবর (ইংল্যান্ড), ২৯ অক্টোবর (ওয়েস্ট ইন্ডিজ), ২ নভেম্বর (দক্ষিণ আফ্রিকা) ও ৪ নভেম্বর (অস্ট্রেলিয়া)। অর্থাৎ সেমিফাইনালে উঠতে না পারলে আগামী ৪ নভেম্বরই শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ। আর নকআউটে নাম লেখালে সামনে এগিয়ে যাবে ১৮ কোটি বাংলাদেশির স্বপ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য