ধারণা করা হচ্ছে এটাই এই পর্যন্ত পাওয়া পৃথিবীর সবচেয়ে পুরোনো ভ্যাক্সিন সার্টিফিকেট।
সার্টিফিকেটি ১৯০৮ সালে অটোমান সাম্রাজ্যের সময় ইস্যু করা। এই সার্টিফিকেটের সময়ে অটোমান সাম্রাজ্যের ৩৪তম সুলতান ছিলেন দ্বিতীয় আব্দুল হামিদ। সেই সময়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলো মিজেলস আর বিউবনিক প্লেগ রোগ।
এই সার্টিফিকে মোহম্মদ আগা নামের ইস্তাম্বুলের এগারো বছরের বালকের। বালকটির বাবার নাম এবং পেশাও দেয়া আছে। তার বাবা ছিলেন ট্রেন ড্রাইভার। ভ্যাক্সিন যিনি পুশ করেছেন সেই চিকিৎসা কর্মিরও নাম দেয়া আছে।
শতাধিক বছর আগে ইসলামের গৌরব জনক কালে এমন সিরিয়াস ভ্যাক্সিনেশন প্রোগ্রাম চালু ছিল বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।