আজ ২৪ অক্টোবর পরীমনির জন্ম দিন। জন্মদিনে পাঁচ তারকা হোটেলে যে আয়োজন, সেখানে কারা আমন্ত্রিত হতে পারেন তার একটি আভাস অবশ্য আগেই দিয়েছিলেন পরীমনি। স্ট্যাটাসের একদম শেষের দিকে লিখেছেন, ‘মূলত যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি! তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতাও রাখে না!’তিনি বলেছেন, ‘এবার আয়োজনে অনেক নতুন মানুষের সঙ্গে দেখা হবে আমার। কারণ নতুন করে অনেক মানুষ আমার পাশে থেকেছে। আমার বিশেষ দিনে তাদের সঙ্গে নিয়ে কাটাতে চাই।’
ইতোমধ্যেই সেইসব অতিথিদের কাছে নিমন্ত্রণ কার্ড পাঠানো হয়েছে। এবারের কার্ডে একটি বিশেষ বার্তা দিয়েছেন তিনি। কার্ডে লিখেছেন, ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।
ঢালিউড অভিনেত্রী পরীমনি মানেই চমক। তার জন্ম দিন মানে তো আরও চমক। গেল কয়েক বছর ধরে এ চমক দেখিয়ে আসছেন ঢালিউডের এ অভিনেত্রী। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পর জমকালো আয়োজনে জন্ম দিন উদযাপন করেন পরীমনি। পরীর আগে বাংলাদেশে কোনো চলচ্চিত্র তারকাকে এভাবে ধারাবাহিকভাবে জাকজমকভাবে জন্ম’দিনের অনুষ্ঠান করতে দেখা যায়নি।
প্রতি বছর পরীমনি জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড বাধ্যতামূলক করে দেন। এবারও ড্রেস কোড হিসেবে পুরুষের জন্য সাদা আর নারীদের জন্য লাল রঙ বেছে নিয়েছেন তিনি। সাদা রং সাধারণত শুভ্রতা বোঝায় আর লাল শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ড্রেস কোডে সাদা-লালের রং এর কারণ জানতে চাইলে পরীমনি বলেন, ‘হ্যাঁ, শুভ্রতার সঙ্গে শক্তির মিশ্রণের থিমে এবারের আয়োজনটা করতে চাই। সে কারণেই ড্রেস কোড হিসেবে সাদা-লাল নির্ধারণ করা।’
আমন্ত্রিত অতিথিদের ড্রেস কোড থাকলেও পরী নিজে কোন ধরনের পোশাক পরবেন, তা পরিষ্কার করে বলেননি। তিনি বলেন, ‘কী রং বা নকশার পোশাক পরব তা জানি না। এবার আমি জিমিকে খুব মিস করছি। আগের পোশাকগুলো তো সে-ই ডিজাইন করেছিল।’
পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমা’র শুটিং ব্রাহ্মণবাড়িয়ায় শুরু করছেন। জন্ম’দিনের পর ‘প্রীতিলতা’ সিনেমা’র শুটিংয়ে অংশ নেবেন। এরপর হাতে রয়েছে‘বায়োপিক’ ও ‘মা’ নামের ২টি সিনেমায়। মুক্তির অ’পেক্ষায় আছে ‘মুখোশ’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের দুটি সিনেমা।