নেত্রকোনা জেলায় ধান ব্যবসায়ীদের হাতে বন্ধী কৃষকের শ্রমের লভ্যাংশ। প্রতি মণ ৪০ কেজি হিসেব জানলেও বাধ্য হয়ে ৪২কেজি৩০০ গ্রাম দিতে হয় কৃষকদের। এই অবস্থায় দেখা যায় ২কেজি ৩০০ গ্রাম ধান পরিমাপের চেয়ে বেশি নিচ্ছেন। এমনিতেই উৎপাদন খরচ বেশি তারপর যদি পরিমাপের চেয়ে বেশি দিতে হয় তাহলে তাদের লাভের অংশ ব্যবসায়ী পকেটে ডুকছে। কৃষকের এই অসয়হায় অবস্থায় সংকট সমাধানে সংক্লষ্ট প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি।