নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু। আজ সোমবার (১২ জুন) দুপুরে উপজেলার পূর্ব মৌদাম গ্রামের ফজলু বেগের বাড়িতে একটি হাফ বিল্ডিং ঘরের কাজ করছিল, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে শফিকুল বিদ্যুতায়িত হয়ে নীচে পড়ে যায়। নিহত শফিকুল ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তাৎক্ষণিক স্থানীয় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে শরিকুলের মৃত্যু হয়। স্থানীয় রফিকুল ইসলামকে কল দিলে কালের দূরবীন কে এর সত্যতা নিশ্চিত করেন এবং বলেন রাজমিস্ত্রির কাজ করে ছেলেটা সংসার চালাতেন আজ সকালে সে কাজ করতে যায় আর দুপুরে দুর্ঘটনা ঘটে।