দীর্ঘ তিন দশকের নির্মাণ ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনেমা বানাচ্ছেন নাট্যপরিচালক অরণ্য আনোয়ারে। সিনেমার নাম দিয়েছেন ‘মা’। সিনেমাটি নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে। ১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের বিষয়টি দেখা যাবে সিনেমায়। সেই অসহায় মায়ের চরিত্রে থাকছেন পরীমণি। গাজীপুরের কাপাসিয়ায় চলতি মাসেই ”মা” সিনেমার শুটিং শুরু হবে। ‘মা’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।