Monday, October 14, 2024
No menu items!
সারাদেশনতুন একটি সীমান্ত হাট খুললো

নতুন একটি সীমান্ত হাট খুললো

শামীম মিয়া

বুধবার (২৪ মে) দুপুরে বাংলাদেশ-ভারতের যৌথ ব্যবস্থাপনায় সীমান্ত হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করে দু দেশে সংশ্লিষ্টরা। এ হাটটি চালু হওয়ায় নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হওয়া এবং ব্যবসা বানিজ্যের মাধমে উন্নতি করবে প্রত্যন্ত অঞ্চলের মানুষরা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তে ও মেঘালয় রাজ্যের ঘোমাঘাট নলিকাটা সীমান্তে একটি হাটের উদ্বোধন করা হয়েছে। এখানকার নারী, পুরুষ ও শিশু সবাই ভারত থেকে ভেসে আসা বালু ও পাথর যাদুকাটা নদীর নিচ থেকে কুড়িয়ে জীবন জীবিকা নির্বাহ করেন। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এ কাজ ছাড়া তাদের আর কোনো কর্মস্থানের সুযোগ ছিল না। প্রতি সপ্তাহে একদিন বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন মোট ২৪টি দোকান উভয় দেশ পাবে ১২টি করে দোকান । ব্যবসায়ীরা নির্ধারিত ২৫টি পণ্য বিক্রি করতে পারবেন। এমনকি এ হাটে একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ ২০০ ডলারের সমমান বাংলাদেশি টাকায় পণ্য ক্রয় করতে পারবেন। কোন ক্রেতা ২০০ ডলারের উপরে পণ্য কিনাতে পারবে না বুধবার বেলুন ও পায়রা উড়িয়ে হাটটি উদ্বোধন করার পরই দু’দেশের ক্রেতা-বিক্রেতা ও উৎসাহী মানুষের ভিড় জমে। হাটে দু’দেশের দোকানিদের স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য, পান-সুপারি, সবজি, নানা জাতের মসলা, জুতা, প্রসাধনসামগ্রী বিক্রি করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এখানে সীমান্ত হাট চালু হওয়ায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের উপকার হয়েছে। এর পাশাপাশি দুদেশের সীমান্ত এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে। এমনকি বর্ডার হাট চালু হওয়ায় তারা খুশি। অনেকের কর্মসংস্থান হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সীমান্তের হাটটিতে বাড়তি নজর দারি করা হবে। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বর্ডার হাটটি উদ্বোধনের ফলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হলো। আগে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্তবর্তী ডলুরা এলাকায় এবং ভারতের মেঘালয়ের বালাট সীমান্তে সুনামগঞ্জে প্রথম ডলুরা বর্ডার হাট চালু হয়। সুনামগঞ্জের দোয়ারাবাজারের বোগলা ইউনিয়নের সীমান্ত এলাকায় বাগানবাড়ি-রিংকু নামে দ্বিতীয় বর্ডার হাটটি চালু করা হয় নতুন করে আরেকটা হাট চালু হল। সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেন, বর্ডার হাটে কৃষিপণ্যকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি হাটটি উদ্বোধনের ফলে ভারত-বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য