Wednesday, September 18, 2024
No menu items!
সারাদেশদেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

তাসকিন রহামান

আবারও বাড়ছে দেশে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা, দেশের বিভিন্ন স্থানে বর্তমানে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। সরকারি বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ’শতাধীক এর উপরে। যার মধ্যে রাজধানীরতে আক্রান্তের সংখ্যা হার সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৮৫৪ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১১৯ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছে ৭৩৫ জন। অন্য দিকে গত বছরে দুই’শতাধীক ডেঙ্গু রোগী মারা যায় যেটি ইতিহাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এবছর আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে তবে মৃত্যু সংখ্যা ঠেকাতে চিকিৎসকরা ব্যাপক তৎপর হয়ে উঠেছেন যেন গতবছরের ন্যায় এবার তা বৃদ্ধি না হয়। বিশেষ করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জরুরি কিছু পরামর্শ দিয়েছেন এবং কিছু দিকনির্দেশনা প্রদান করে সবাইকে সতর্কতা থাকতে বলা হয়েছে। কারন এডিস মশা বৃদ্ধির পেলে মশাবাহিত এই ভাইরাসটির আক্রান্ত বেড়ে যায়। তাই চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী সবাইকে মশারী টাঙ্গিয়ে ঘুমাতে হবে, যেন মশার কামড় দিতে না পাড়ে, অন্য দিকে বাড়ির আশে পাশে ভালো করে পরিষ্কার রাখতে হবে যেন পঁচা ময়লা কিংবা জমে থাকা পানির থেকে মশার ডিম না পারে এবং সে সকল জায়গায় মশার কীটনাশক ছিটিয়ে দিলে এর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে না। সবাইকে নিয়ম মেনে সর্বোচ্চ সতর্কতা মেনে চলার আহবান জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা ও চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য