Friday, June 21, 2024
No menu items!
প্রথম পাতাদেশীয় শালে নিজের স্টাইলে

দেশীয় শালে নিজের স্টাইলে

শীতে গরম কাপড়ের তালিকায় শাল সেকেলে হলেও শালের আবেদন কখনও ফুরাবার নয় বরং আছে ভবিষ্যতেও থাকবে। হিম হিম শীতে মন উষ্ণতার পরশ চায়। শীতের কুয়াশার আদরে নিজেকেও জড়িয়ে নিতে ইচ্ছে করে শাল বা চাদরে। স্টাইলিশ শীত পোশাকের তালিকায় এ বছর দেশীয় শালের রয়েছে উজ্জ্বল উপস্থিতি। ই-ক্যাবের প্রাক্তন প্রেসিডেন্ট রাজিব আহমেদ এর দিক নির্দেশনা মেনে অনেক অনলাইন উদ্যোক্তা এ বছরের জুন মাস থেকে বিভিন্ন শাল নিয়ে কন্টেন্ট লিখেছেন প্রচারের জন্য এবং এতে শীত না পড়তেই শালের রেকর্ড পরিমাণ বিক্রিও সম্ভব হয়েছে । এতেই বোঝা যায়, দেশী শালের আবেদন কতটুকু। দেশী শাল আমাদের জন্য বড় সম্ভাবনাময় খাত। আর তাই তো ফ্যাশন ডিজাইনাররা শালকে এখন নতুন আঙ্গিকে উপস্থাপন করছেন। শুধু রং-নকশা আকৃতিতেই নয়, শাল পরার কায়দাতেও এসেছে নতুনত্ব। শালকে এখন অনেকেই ফ্যাশন হিসেবে ব্যবহার করছেন। ছেলেমেয়ে সবার কাছেই শালের জনপ্রিয়তা রয়েছে সব সময়। সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তি, টপস, ফতুয়া-জিনস, টি-শার্ট, শার্ট ও পাঞ্জাবী সবকিছুর সঙ্গেই জড়িয়ে নেয়া যায় শাল। পরা যায় নানা স্টাইলে। শাল এখন রীতিমতো ফ্যাশনের একটা অংশ। তাই এর সঙ্গে যে কোনো সাধারণ পোশাকেও হয়ে উঠা যায় স্টাইলিশ। আর শীতে শাল অনেক বেশি আরামদায়ক।

দেশীয় হালকা শালগুলো আপনি ঘরে পরার পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়া, ঘুরতে যাওয়া কিংবা কর্মক্ষেত্রে যেতেও ব্যবহার করতে পারেন। তবে পার্টির ক্ষেত্রে একটু গর্জিয়াস শাল আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। উৎসব অনুষ্ঠানের জন্যও দেশি শাল কম যায় না। এসব শাল কাশ্মীর বা বিদেশী শালের চাইতে কম নয়। দেশি শাল যেমন তার বাহারী ডিজাইন তেমন তার বাহারী নাম; জামদানি শাল, খেশ শাল, জামদানী মোটিফের শাল, টাঙ্গাইল তাঁতের শাল, মালা শাল, বাটিক শাল, রাজশাহী সিল্ক শাল, হ্যান্ডলুম মনিপুরি শাল, হাতের কাজের শাল, উলের শাল, ️কুরুশের বা কুশিকাটার শাল, কাঁথা স্টিচ শাল, গুজরাটি শেলাই এর শাল, নেটের শাল, ️কটকি শাল , পশমিনা শাল, খাদি শাল, খাদির ব্লকের শাল, খাদির এক কালারের শাল, খাদির হ্যান্ডপেইন্ট শাল, পুতির কাজের শাল, পাওয়ারলুমের শাল , এমব্রয়ডারি শাল, পাটের শাল, হালুয়াঘাটের তাঁতের শাল, পাহাড়ি শাল, পিননের শাল, হ্যান্ডলুম শাল, পঞ্চ শাল, ধুপিয়ান কাপড়ের শাল, নকশী ফোঁড়ের শাল, টাইডাই শাল, স্ক্রিন প্রিন্টের শাল, বম শাল, কল্লা‌ শাল, লিলেন‌ শাল, ব্লকের শাল, উডব্লকের শাল, মনিপুরী শাল ( এর মধ্যে আরও ধরন আছে), ভিসকস শাল, গামছা শাল , মোটা কাপড়ের শাল , এপ্লিকের শাল, রাজশাহী কাতান শাল , কটনের শাল , কাতান শাল, মখমলের শাল, রঙ্ধনু শাল ইত্যাদি। যেটা খুশি সেটাতেই মনের মত করে দেশীয় শালে নিজের স্টাইলে সাজিয়ে নিন নিজেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য