Wednesday, September 18, 2024
No menu items!
আন্তর্জাতিকথুমামা স্টেডিয়ামের সৌন্দর্য ফুটবলবিশ্বের নজর কাড়তে সক্ষম

থুমামা স্টেডিয়ামের সৌন্দর্য ফুটবলবিশ্বের নজর কাড়তে সক্ষম

২০২২ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি প্রায় শেষের দিকে। আয়োজক দেশ কাতার এরই অংশ হিসেহে একের পর এক নান্দদিক ও অত্যাধুনিক স্টেডিয়াম বানিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে । সর্বশেষ নির্মাণকাজ শেষে উদ্বোধন করা আল থুমামা স্টেডিয়ামের সৌন্দর্য ফুটবলবিশ্বের নজর কাড়তে সক্ষম হয়েছে।

জানা যায়, স্থানীয় এক গাছের নামে নামকরণ করা হয়েছে গোলাকার আল থুমামা স্টেডিয়ামের। এর স্থপতি জাইদাহ ‘আরব ইঞ্জিনিয়ারিং ব্যুরো’-এর প্রধান স্থপতি। তিনই মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী গাহফিয়া টুপির আদলে স্টেডিয়াম নির্মাণের আইডিয়া বের করেন। এই টুপি এখনও আরবে বেশ প্রচলিত। বিশ্বকাপ চলাকালে দর্শকদের শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার রাখতে স্টেডিয়ামটি ছাদ দিয়ে ঢাকা।

কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল থুমামা স্টেডিয়ামটি আরবের ঐতিহ্যবাহী ‘গাহফিয়া টুপি’এর আদলে নির্মাণ করা হয়েছে। দোহার দক্ষিণে অবস্থিত স্টেডিয়ামটির ডিজাইন করেছেন কাতারের বিখ্যাত স্থপতি ইব্রাহিম এম জাইদাহ। বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্মাণকাজ শেষ হওয়া ষষ্ঠ স্টেডিয়াম এটি। এর দর্শক ধারণক্ষমতা ৪০ হাজার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য