তিতাস নদী হতে অবৈধ কাঠা-বাঁশ (দল) অপসারণে মোবাইল কোর্ট

0
627
মোবাইল কোর্ট
অবৈধ কাঠা-বাঁশ (দল) অপসারণ মোবাইল কোর্ট

তিতাস নদী (ব্রাহ্মণবাড়িয়া সদর) হতে অবৈধ কাঠা-বাঁশ (দল) অপসারণের নিমিত্ত দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নদী হতে অবৈধ কাঠা-বাঁশ অপসারণ করা হয়েছে। সেই সাথে অবৈধ কাঠা-বাঁশ অপসারণের জন্য সকল অবৈধ দখলদারকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব মোহাম্মদ ইয়ামিন হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ সামছু উদ্দিন, উপজেলা কৃষি অফিসার জনাব শফিকুল ইসলাম ভূঞা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জনাব মশিউর রহমান, ক্ষেত্র সহকারী জনাব মনিরুল ইসলাম এবং আনসার সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here