Monday, October 14, 2024
No menu items!
প্রথম পাতাঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) এর কবি সুফিয়া কামাল হলে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) এর কবি সুফিয়া কামাল হলে আগুন

প্রতিবেদক: সাথী ফাতেমা

১৯ অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক ৯ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) এর কবি সুফিয়া কামাল হলে প্রদীপ্ত ভবনের ৮০৬ নাম্বার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মীদের বিচক্ষণতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছিল জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মো.আব্দুল হালিম। তিনি আরো জানিয়েছেন, বৈদ্যুতিক ইস্ত্রি থেকে শর্ট সার্কিটের মাধ্যমে ঘটেছে এই ঘটনা।

আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, রাত আনুমানিক নয়টার দিকে হলের প্রদীপ্ত ভবনের ৮তলার ৮০৬ নাম্বার রুম থেকে আগুনের ধোঁয়া দেখা যায় এবং হল প্রশাসনকে জানানো হয়। তৎক্ষনাৎ তারা ছাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার ব্যবস্থা করেন। ঘটেনি কোনো হতাহতের ঘটনা। ফায়ার সার্ভিসের কাজ চলাকালীন সময়েই ঘটনাস্থলে পৌছান প্রো-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানি এবং সুফিয়া কামাল হল প্রভোস্ট অধ্যাপক শামীমা বানু। এরপর রাত ১০টার দিকে উপাচার্য ড.মো.আখতারুজ্জামান হলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য